India & World UpdatesBreaking News

লকডাউনে কৃষি ও কৃষকের ব্যাপারে গুরুত্ব দিতে বললেন উপরাষ্ট্রপতি
Vice President urges to emphasis upon agriculture & farmers during lockdown

১৫ এপ্রিল: লকডাউনে  কৃষক ও কৃষির প্রতি বেশি গুরুত্ব দিতে কেন্দ্র সহ  প্রত্যেক রাজ্য সরকারকে বললেন  উপরাষ্ট্রপতি এম এম ভেঙ্কাইয়া নাইডু। কৃষি সামগ্রী উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে সবরকমের সহযোগিতা করারও পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার  কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে উপরাষ্ট্রপতি ভবনে মতবিনিময় করছিলেন নাইডু। এই সময়ই লকডাউনে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পক্ষে কথা বলেন তিনি। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন সরকারকে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনের সুবিধা করতে তাদের পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে  কৃষি মন্ত্রণালয়ের তরফে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। লকডাউনে এ পর্যন্ত কৃষি সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও উপরাষ্ট্রপতিকে বিস্তারিত জানান মন্ত্রী তোমর। এই বিপর্যয়ের সময় কৃষকদের সাহায্যে সরকার তৎপর রয়েছে। কেন্দ্র-রাজ্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছে, এও জানান কৃষিমন্ত্রী।
এদিন উপরাষ্ট্রপতি জানিয়ে দেন, এই সঙ্কটের সময় হয়তো কৃষকরা ততটা সংগঠিত নয়। ফলে সরকারকেই তাদের কাছে পৌঁছাতে হবে। পাশাপাশি ফলমূল- শাকসবজি উৎপাদন, মজুত রাখা, সরাসরি কৃষকদের কাছ থেকে  সামগ্রী কেনা এসব ব্যাপারে যাতে এপিএমসি আইন অমান্য না হয়, এদিকেও খেয়াল রাখা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker