Barak UpdatesBreaking News

চক্ষু পরীক্ষা শিবির করছে ভিশন কেয়ার, সঙ্গে রেহাই মূল্যে চশমা
Vision Care conducting eye camps on wheels, providing specs at affordable price

শিলচর, ১৪ মার্চঃ গ্রাম-গ্রামান্তরে ছুটে যাচ্ছে ‘ভিশন কেয়ার অন হুইলস’। গাড়ির ভেতরেই চোখের হাসপাতাল। ডাক্তার দেখানো, সাধারণ পরীক্ষা, ওষুধ দেওয়া, স্বল্পমূল্যে চশমা বিতরণ সবই ওই এক গাড়িতে। এনজিও-র কর্মকর্তারা কখনও নিজেরাই গাড়ি নিয়ে ছোটেন এদিকে-ওদিকে। চলার পথে চক্ষু পরীক্ষা শিবির বসিয়ে দেন। আবার কখনও বিভিন্ন সংগঠনের আহ্বানে যান জেলার নানা জায়গায়। হেল্পএজ ইন্ডিয়া, শিলচর রোটারি ক্লাবের মত সংগঠনগুলি এগিয়ে আসে ‘ভিশন কেয়ার অন হুইলস’কে ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার জন্য।

Rananuj

ফেব্রুয়ারি মাসে ‘ভিশন কেয়ার অন হুইলস’ মোট সাতদিন চক্ষু পরীক্ষা শিবির গড়ে। সঙ্গে ওষুধপত্র ও চশমা বিতরণ করে। মোট ৫৯০ জনের চক্ষু পরীক্ষা হয় ফেব্রুয়ারির শিবিরে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি সোনাইর বেরাবাক দ্বিতীয় খণ্ড এলাকার ৮০ জন চোখ দেখাতে এনজিওটির গাড়িতে ওঠেন। পরদিন ভিশন কেয়ারের বিশেষ যানটি যায় ধলাইয়ে। মোট ৭০জন সেখানে চিকিতসা করান। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।  ১১ ফেব্রুয়ারি বাঁশকান্দি আলগাপুর এলপি স্কুল প্রাঙ্গণে আরেক শিবির বসে। সঙ্গে হেল্পএজ ইন্ডিয়া। তাদের সঙ্গে নিয়েই ৭৫টি চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

 

হেল্পএজ ইন্ডিয়া ২১ ফেব্রুয়ারিও সেখানে অনুরূপ শিবির করে। সেখানে ৫৫ জন তাদের চক্ষু পরীক্ষা করান। ১৪ ফেব্রুয়ারি কালাইনে বৃহত পরিসরে চক্ষু পরীক্ষার আয়োজন করে শিলচর রোটারি ক্লাবের কর্মকর্তারা। ১২০ জন সে দিন তাদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ ছাড়া হরিনগর এবং চাতলা বাঘমারাতেও শিবির করে ভিশন কেয়ার অন হুইলস। হরিনগরে ৭৫জন এবং চাতলা বাঘমারায় চিকিতসা করান ১৪০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker