Barak UpdatesBreaking News

ভ্যান তো নয়, যেন চক্ষু বিশেষজ্ঞের চেম্বার
Unique van: Ophthalmology facilities inside

২ ফেব্রুয়ারিঃ সাধারণ গাড়ি তো নয়ই, এ যেন অ্যাম্বুলেন্সও নয়। পুরোদস্তুর চক্ষু বিশেষজ্ঞের চেম্বারই। একজন ডাক্তার প্রাথমিক পর্যায়ে চক্ষু পরীক্ষায় যে সব সরঞ্জাম ব্যবহার করেন, রোগীর চিকিতসার জন্য যেভাবে তাঁর চেম্বারকে সাজিয়ে তোলেন, এক গাড়িতে এর সবই রয়েছে। বরং কম্পিউটারাইজড হওয়ায় অনেক ডাক্তারের চেম্বারকেও হার মানিয়ে দেয়।

এমনই এক চেম্বার-গাড়ি এখন কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যায়। এটি তৈরি করেছে ‘ভিশন কেয়ার অন হুইলস’। পক্ষকাল আগে এই এনজিওটির আত্মপ্রকাশ ঘটে। পরে ২৫ জানুয়ারি দু-দুটি চক্ষু পরীক্ষা শিবির করেন তাঁরা। একটি হয় বড়খলাস্থিত গ্যাস প্লান্টে, অন্যটি সোনাই রোডের হোলিক্রশ সেবাকেন্দ্রে। সেগুলিতে বিনা ফি-তে রোগী দেখেছেন দুই চক্ষু বিশেষজ্ঞ। যাদের চশমার প্রয়োজন, পাঁচশো টাকায় তারও ব্যবস্থা করেন।  সংস্থার অন্যতম কর্মকর্তা ডা. রণবীর দাশগুপ্ত জানান, একটা বয়সের পরে চশমা ছাড়া একেবারে চলে না। নানা কারণে অনেকের শিশু-কিশোর বয়সেও চোখের সমস্যা দেখা দেয়। কিন্তু অর্থের অভাবে বহু মানুষ চশমা কিনতে পারেন না। তাদের কথা ভেবে স্বল্পমূল্যের চশমারও ব্যবস্থা করেছেন তাঁরা।

একেবারে অসহায়দের জন্য ৩০০ টাকা দরেরও কিছু চশমা এনেছেন। সঙ্গে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।  উদ্বোধনী পর্বে স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক ডা. সুদীপজ্যোতি দাস, রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দ মহারাজ, ওএনজিসি-র শিলচরের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব ভট্টাচার্য, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. নীলাঞ্জন কৌশিক ঠাকুর এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারা-মেডিক্যাল সায়েন্সসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার দেবাশিস মণ্ডল উপস্থিত ছিলেন।

রণবীরবাবুর কথায়, তাঁরা সপ্তাহে এক-দুটি শিবির করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। প্রথমে কাছাড় জেলাতেই নিজেদের সীমাবদ্ধ রাখবেন। পরে যাবেন করিমগঞ্জ, হাইলাকান্দিতেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker