Barak UpdatesBreaking News
চাপে পড়ে গাউনেই ফিরল বিশ্ববিদ্যালয়, বৃহস্পতিবার সমাবর্তনUnder pressure University returns back to gown, Convocation on Thursday
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন পোশাক বিধি ঘোষণা করতেই ছাত্র-গবেষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঝড় ওঠে নানা সামাজিক মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের নানা হোয়াটস অ্যাপ গ্রুপে সমালোচনা চলতে থাকে। দীক্ষান্ত সমারোহে অংশ নেওয়ার জন্য যারা দেড় হাজার টাকা জমা দিয়েছেন, তাঁরা যেমন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তেমনি প্রতিবাদে সরব হয়েছেন বর্তমান ছাত্র-ছাত্রী, গবেষকরাও। তাঁদের কথায়, গাউন পরবে বলেই অনেকে সমাবর্তন উতসবে অংশ নেন, অর্থ জমা করেন। কর্তৃপক্ষ ব্রিটিশ কায়দা বললেও ছাত্র-গবেষকরা এর একটা পৃথক মর্যাদা রয়েছে বলেই মনে করছেন। একাংশ শিক্ষক এবং কিছু সাধারণ জনতাও এই বক্তব্যকে সমর্থন করেন।
ভুল-শুদ্ধ যা-ই হোক, একবার সিদ্ধান্ত গ্রহণ ও পরে চাপে পড়ে তা থেকে সরে আসার দরুন বহু অর্থ গচ্ছা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের। অন্য বছরের মত গাউন যেমন ভাড়া আনা হয়েছে, তেমনি তৈরি করতে হয়েছে উত্তরীয়ও। বৃহস্পতিবার ব্রিটিশ গাউনের ওপরই পরানো হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্তরীয়।