Barak UpdatesBreaking News
শেষমেশ মারাই গেল জখম হাতিটিUltimately the wounded elephant died
২১ ডিসেম্বর : শেষ পর্যন্ত হাতিটিকে আর বাঁচানো গেল না। মানুষ ও হাতির মধ্যে সংঘাতের জেরে অবশেষে মৃত্যু হল সেই বুনো হাতিটির। চিকিৎসক দল এসে কয়েকদিন চিকিৎসা চালিয়ে গেলেও শুক্রবার সকালেই মারা যায় হাতিটি।
জানা গেছে, করিমগঞ্জের পাথারকান্দি এলাকার আন্তর্জাতিক সীমান্তের মোহনগোলে এ দিন সকালে বুনো হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় জনগণ। খবর পেয়ে সেখানে ছুটে যায় বন বিভাগ এবং পাথারকান্দি পুলিশ। ওই এলাকাতেই হাতিটির ময়না তদন্তের ব্যবস্থা করা হবে। তবে স্থানীয় জনগণের ধারণা, বৃহস্পতিবার রাতেই হাতিটি মারা গেছে।
প্রসঙ্গত, গত পক্ষকাল ধরে বুনো হাতির দলটি বৈঠাখাল, হাতিখিরা, সলগই চা বাগান এলাকায় জনগণের জীবন সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় জনগণ জানান, আগে হাতির দলটিতে ৯টি হাতি ছিল। কিন্তু ৩টি মারা যাবার পর দলে ৬টিই ছিল। এই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করে আক্রমণ করলে জনগণ প্রাণ বাঁচাতে এটিকে তিরবিদ্ধ করেন বলে জানা যায়। কয়েকজন অভিযোগ করেন, প্রথম থেকেই বন বিভাগ এটির চিকিৎসায় যত্নবান হলে হয়তো হাতিটিকে বাঁচানো সম্ভব হতো।