Barak UpdatesAnalyticsBreaking News
এসো বলি’র বিতর্কে চ্যাম্পিয়ন শিলচর টিচার্স ট্রেনিং, সেরা তার্কিক মর্তুজাTT College becomes champion in debate competition of ‘Esho Boli’
১ মার্চ : বাকশিল্প সংস্থা ‘এসো বলি’র ব্যবস্থাপনায় বরাক উপত্যকা ভিত্তিক আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হোটেল ইলোরা কর্তৃপক্ষ এবং লায়ন্স ক্লাব অব শিলচরের সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার এর সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। এই বিতর্ক প্রতিযোগিতার অধ্যক্ষ ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট তার্কিক জয়দীপ বিশ্বাস। বিচারকের ভূমিকায় ছিলেন ড. বিভাস দেব, সুপ্রিয় ভট্টাচার্য ও মৌটুসী বিশ্বাস।
শুরুতে তাদের বরণ করে নেন এসো বলি তথা লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ-সভানেত্রী বুবু চৌধুরী, অনুপ দত্ত ও দেবস্মিতা বিশ্বাস। এ দিন শুরুতে বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এসো বলি’র সাধারণ সম্পাদক শিবম দাস। সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত স্বাগত ভাষণে বলেছেন, বর্তমানে কি-প্যাড টাইপিং, স্ট্যাটাস, কমেন্ট বক্স ইত্যাদির জগতে যুব প্রজন্মের মধ্যে বিতর্ক ও ইস্যুভিত্তিক আড্ডার মাধ্যমে কথা শিল্পকে সমৃদ্ধ করার প্রয়াস নিতে গিয়েই এই আয়োজন। এ দিন বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘বয়েজ এন্ড গার্লস আর ইকুয়াল টুডে’। প্রতিযোগীদের বাংলা, ইংরেজি ও হিন্দি যেকোনও ভাষায় মতামত তুলে ধরার সুযোগ ছিল।
তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি কলেজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিটি কলেজ থেকে দু’জন করে প্রতিযোগী পক্ষে ও বিপক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। নানা যুক্তি উপস্থাপন করে প্রত্যেক প্রতিযোগী খুব ভালোভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব লাভ করে শিলচর টিচার্স ট্রেনিং কলেজের প্রতিযোগীরা। রানার্স আপ হয়েছে শিলচর গুরুচরণ কলেজের প্রতিযোগীরা। শ্রেষ্ঠ তার্কিক ও দ্বিতীয় শ্রেষ্ঠ তার্কিক হিসেবে খেতাব লাভ করেন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের মর্তুজা আহমেদ লস্কর ও শিলচর মহিলা কলেজের সুমাইয়া খানম। বিশেষ মেধাসম্পন্ন তার্কিক-এর খেতাব পান শিলচর জিসি কলেজের স্বাগতম রায় ও করিমগঞ্জ বিবেকানন্দ কলেজ অব এডুকেশন-এর ঈশানি দুর্বা পুরকায়স্থ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা ছাড়াও লায়ন্স ক্লাবের ঈপ্সিতা দত্ত, সংগীতশিল্পী সুদীপ্তা ভট্টাচার্য প্রমুখ। এ দিন শেষে জয়দীপ বিশ্বাস বিতর্কের বিভিন্ন কৌশল সম্পর্কে জ্ঞানসমৃদ্ধ বক্তব্য রাখেন বিচারকরা। এসো বলি-র এই উদ্যোগের প্রশংসা করে আগামীতে বিতর্ক বিষয়ক কর্মশালা আয়োজন করার পরামর্শ দেন। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য কলেজগুলোর মধ্যে ছিল শিলচর কাছাড় কলেজ, পয়লাপুল নেহরু কলেজ, শিলচর রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজ, কাটলিছড়া এসকে রায় কলেজ, রামকৃষ্ণনগর কলেজ অব এডুকেশন, হাইলাকান্দি মহিলা কলেজ, করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজ, শিলচর কমার্স কলেজ, লালা রুরাল কলেজ ও পাথারকান্দি কলেজ।