Barak UpdatesBreaking News
মিজোরাম থেকে আসা বার্মিজ সুপারি বোঝাই গাড়ি আটক শিলচরেTruck full of Burmese betel nut from Mizoram apprehended at Silchar
১৬ জুলাই : মিজোরাম থেকে গুয়াহাটি যাওয়ার পথে শিলচরে বার্মিজ সুপারি বোঝাই চারটি ট্রাক ধরা পড়ল। শিলচর সোনাই রোডে এই ট্রাকগুলি আটক করেছে রাঙ্গিরখাড়ি পুলিশ। একইসঙ্গে চারটি ট্রাকের ৪ চালককেও পুলিশ আটক করেছে। এই লরি চারটি থেকে মোট ১২০০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার করেছে পুলিশ। গাড়িগুলো থেকে কিছু নথিপত্রও উদ্ধার হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মিজোরামের চাম্পাই থেকে এই লরিগুলো গুয়াহাটির উদ্দেশ্য যাচ্ছিল। কিন্তু গাড়ি চালকের কাছে এই সুপারিগুলোর কোনও বৈধ নথিপত্র না থাকায় পুলিশ এগুলো আটক করে রেখেছে। প্রসঙ্গত, বার্মিজ সুপারি বোঝাই এই চারটি গাড়ি আটক হওয়ায় ফের প্রমাণিত হলো, কাছাড়ে সক্রিয় রয়েছে সিন্ডিকেটরাজ। কাছাড় জেলাকে কয়লা, সুপারি ও সার পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া মিজোরাম থেকে শিলচরে আসার পথে লায়লাপুর গেট পার হয় গাড়িগুলো এসেছে। গাড়ি চালকের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকা সত্ত্বেও এই গাড়িগুলো কীভাবে লায়লাপুর অতিক্রম করে এল, সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।