India & World UpdatesHappeningsBreaking News
Nirbhaya case: Convict Vinay bangs head against wall, injuredদেওয়ালে মাথা ঠুকে চোট ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয়ের
২০ ফেব্রুয়ারি : জারি হয়েছে নতুন মৃত্যু পরোয়ানা। ২০১২ দিল্লি গণধর্ষণ মামলায় দণ্ডিতদের ফাঁসি হবে আগামী ৩ মার্চ। ফাঁসি হওয়া যখন একপ্রকার নিশ্চিত, তখন মানসিকভাবে আরও ভেঙে পড়ল নির্ভয়ার আসামি বিনয় শর্মা। গত ১৬ ফেব্রুয়ারি তিহার জেলে কারাগারের ভেতরেই নিজেকে জখম করার চেষ্টা করে বিনয়। কারাগারের দেওয়ালে জোরে জোরে মাথা ঠুকতে থাকে বিনয়। মাথায় সামান্য চোটও পেয়েছে সে।
বৃহস্পতিবার সকালে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি কারাগারের ভেতরেই নিজেকে জখম করার চেষ্টা করে বিনয়। দেওয়ালে মাথা ঠুকতে থাকে সে। মাথায় সামান্য চোট পেয়েছে বিনয়। উল্লেখ্য, আইনি জটিলতায় নির্ভয়া কাণ্ডের দণ্ডিত চার জনের ফাঁসি এখনও হয়নি। গত ১৭ ফেব্রুয়ারি ফের নয়া মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। নতুন পরোয়ানায় আদালতের নির্দেশ, আগামী ৩ মার্চ সকাল ৬টায় তিহার জেলে চার দণ্ডিতের ফাঁসি কার্যকর করতে হবে।