NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesBreaking News

১৯ জুলাই পর্যন্ত ট্রেন চলবে না পাহাড় লাইনে
Train services cancelled in hill section till 19 July

১৫ জুলাইঃ যুদ্ধকালীন ততপরতায় কাজ চললেও লাগাতার বৃষ্টির দরুণ ট্র্যাক মেরামতি শেষ হচ্ছে না। তাই ১৯ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে কোনও ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি শর্মা সোমবার এই কথা জানিয়েছেন। মঙ্গলবারই ট্রেন চলাচল শুরু হবে বলে আগে জানানো হয়েছিল। এ দিন মুখ্য জনসংযোগ অফিসার শর্মা বলেন, শিলচর ও গুয়াহাটির মধ্যে প্রতিদিন যে দুই জোড়া ট্রেন চলাচল করে ১৯ জুলাই পর্যন্ত সবকটি বাতিল করা হয়েছে। এমনকী, ২০ তারিখের গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস (১৬৫১১) এবং শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার (৫৫৬১৬) ট্রেনও না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Rananuj
Pic Credit:Eagle

এ ছাড়া, ১৬ ও ১৮ জুলাই শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩) ছাড়বে, সেগুলি আগরতলার বদলে লামডিঙে পৌঁছই দাঁড়িয়ে পড়বে। পরদিন ট্রেনগুলি (১৩১৭২) লামডিং থেকেই তার নির্দিষ্ট সূচি মেনে চলবে। একইভাবে ১৭ জুলাই শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা রওয়ানা হবে, একে শিলচরের বদলে লামডিঙে আটকে দেওয়া হবে। পরদিন লামডিং থেকেই তা শিয়ালদহের উদ্দেশে রওয়ানা হবে।

Pic Credit:Eagle

১৪ জুলাই যে তিরুবনন্তপুরম এক্সপ্রেস (১২৫১৫) শিলচরের উদ্দেশে রওয়ানা হয়েছিল. একে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। অরুনাই এক্সপ্রেস (১২৫০৮) ১৯ জুলাই শিলচরে পরিবর্তে গুয়াহাটি থেকে বাঙ্গালোরের উদ্দেশে রওয়ানা হবে। সোমবার আনন্দবিহার থেকে যে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস (১৪০২০) রওয়ানা হয়েছে, একে আগরতলার বদলে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। একইভাবে একে (১৪০১৯) ১৯ জুলাই আগরতলার বদলে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে।

ওদিকে, হাবিবগঞ্জ থেকে যে হাবিবগঞ্জ-আগরতলা স্পেশাল ট্রেন (০১৬৬৫) ১৭ জুলাই রওয়ানা দেবে, তাকে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। গুয়াহাটি থেকেই ট্রেনটি (০১৬৬৬) ২১ জুলাই হাবিবগঞ্জের উদ্দেশে যাত্রা করবে। ১৭ জুলাইর আনন্দবিহার-আগরতলা রাজধানী এক্সপ্রেসকে লামডিঙে আটকানো হবে প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker