NE UpdatesBarak UpdatesBreaking News

দিনে-রাতে কাজ চলছে, কিন্তু ট্রেন চলবে কবে, নীরব কর্তৃপক্ষ
Track repairing going on in war-footing, but railway authority silent on date of completion of work

১৮ জুলাইঃ পাহাড় লাইন দ্রুত স্বাভাবিক করে তুলতে উত্তর-পূর্ব সীমান্ত রেল দিনেরাতে কাজ করে চলেছে। চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার, ডিআরএম ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ করাচ্ছেন। রেলের পক্ষ থেকে এমন দাবি করা হলেও কবে থেকে ফের যাত্রীবাহী ট্রেন চালানো সম্ভব হবে, এর কোনও ইঙ্গিত নেই।

Pic Credit:Eagle

মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি শর্মা জানান,১২ জুলাইয়ের ধসে ট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়। এর ওপর রয়েছে লাগাতার বৃষ্টিপাত। তাতে কাজকর্ম প্রচণ্ড বিঘ্নিত হচ্ছে। তবু কর্তৃপক্ষ ১২ ঘণ্টা করে দুই শিফটে দিনেরাতে কাজ করাচ্ছে। দিনের বেলায় মোট ৫০০ শ্রমিক কাজ করছেন। রাতে ২০০ শ্রমিক। এ ছাড়া, ৮টি আর্থ মুভিং মেশিন ও ডাম্পার সেখানে মজুত রয়েছে।

প্রণববাবুর কথায়, তবু রক্ষা, প্রাক-বর্ষার প্রস্তুতি হিসেবে রেল বিভাগ বোল্ডার সহ বিভিন্ন সামগ্রী মজুত রেখেছিল। এখন যে ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি সম্পূর্ণভাবে সংযুক্ত করার পাশাপাশি ট্রেনের নিরাপদ চলাচলের জন্য ব্যালাস্ট বসানোর কাজও করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker