NE UpdatesAnalyticsBreaking News
মণিপুরে ৩১ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন
Total lockdown in Manipur till 31 August

১৫ আগস্ট ঃ সারা দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। মণিপুরেও প্রতিদিন নতুন করে অনেকেই আক্রান্ত হচ্ছেন। এর প্রেক্ষিতে মণিপুর সরকার আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। রাজ্যের মুখ্য সচিব ড. রাজেশ কুমার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে প্রতিদিনই নতুন করে বহু লোক আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্তদের মধ্যে অনেকের বাইরের রাজ্য থেকে আসা বা কোনও ভ্রমণ তথ্য নেই। এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ও কেবিনেট কমিটির অন্য সদস্যদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে।