Barak UpdatesBreaking News
বনধ সমর্থনে মিছিল করিমগঞ্জেও, মশাল হাতে পথে যুবমোর্চাTorch Rally taken out at Karimganj in support of bandh
২ নভেম্বর : তিনসুকিয়ার ধলায় বাঙালি হত্যার প্রতিবাদ আছড়ে পড়ল করিমগঞ্জেও। শুক্রবার সন্ধ্যায় বাঙালি ঐক্যমঞ্চের আহবানে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে হিন্দুদের পাশাপাশি মুসলিমদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এই মিছিলটি জেলাশাসকের বাংলো সংলগ্ন ভাষা শহিদ বেদিতে এসে জমায়েত হলে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উগ্র জাতীয়তাবাদীদের বিরুদ্ধে রাজ্যের বাঙালিদের একজোট হওয়ার আহবান জানান।
করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালিদের ওপর একের পর এক সংকট নেমে আসছে। বাঙালিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রাখার পরও উগ্র জাতীয়তাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দোটানায় ছিল।
এ দিকে কংগ্রেস ও এআইইউডিএফ বাঙালি নিধনের প্রতিবাদে শনিবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে। বনধে শামিল হয়েছে সিআরপিসিসিও। বিজেপি’র পক্ষ থেকে সরাসরি বনধ আহবান করা না হলেও এই বনধের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। শাসক দল ও যুবমোর্চা বনধের সমর্থনে এ দিন রাতে করিমগঞ্জ শহরে এক মশাল মিছিল বের করে।
অন্যদিকে, এই বনধকে কেন্দ্র করে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে জন্য জেলাশাসক প্রদীপ কুমার তালুকদার তাঁর কার্যালয়ের কনফারেন্স হলে শান্তি কমিটির এক সভা আহবান করেন। এই সভায় পুলিশের ভূমিকা নিয়ে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় ও পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের মধ্যে বাগযুদ্ধ হয়ে যায়। পরে অবশ্য অন্যদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়।