India & World UpdatesBreaking News
ক্ষত সারাতে প্রশান্তকিশোরের সঙ্গে চুক্তি মমতার !TMC signs on poll strategist Prashant Kishor for 2021 Bengal polls
৬ জুনঃ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে প্রশান্তকিশোরের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে দুজনে মিলে দীর্ঘক্ষণ কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে প্রকাশ, দুজনের মধ্যে চুক্তি শুধু সময়ের অপেক্ষা। সব শর্তই সেই বৈঠকে আলোচিত হয়। উভয়ে একসঙ্গে কাজের ব্যাপারে সহমত হয়েছেন।
নরেন্দ্র মোদি, নীতীশ কুমার, কিংবা কংগ্রেস— যখনই যাঁর হাত ধরেছেন, ফল পাইয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। সবশেষ সাফল্য মেলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির। এ বারের ভোটে জগনের বিপুল সাফল্যের নেপথ্যের কারিগর প্রশান্তই।
পশ্চিমবঙ্গে এ বার তৃণমূলের আসন ৩৪ থেকে কমে ২২ হয়েছে। অন্য দিকে,২ থেকে বেড়ে বিজেপির ১৮ট। এই ক্ষত মেরামতি এবং বিজেপির উত্থান রুখতে উঠেপড়ে লেগেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাতে মাত্র দু’বছর। এই পরিস্থিতিতে প্রশান্তের ক্ষুরধার ভাবনাকে কাজে লাগাতে চান দলনেত্রী।
সূত্রটি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতায় আসেন প্রশান্ত কিশোর।