Barak UpdatesBreaking News
একের পর এক বাইক দুর্ঘটনা, মৃত ৩Three died in separate bike accidents
২ ফেব্রুয়ারি : সোনাই ও লক্ষীপুরে পর পর দুটি বাইক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার প্রথম দুর্ঘটনাটি ঘটে স্বাধীন বাজারে। সেখানকার বড় মসজিদের সামনে রাত ৮টা নাগাদ দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় সোনামণি লস্কর নামের এক ব্যক্তি প্রাণ হারান। ৬০ বছর বয়সী সোনামণি ওই সময় মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় জনগণ সেখানে জড়ো হওয়ার আগেই বাইক চালক নিজের মোটর বাইকটি ফেলে রেখেই পালিয়ে যায়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার মাঝরাতে। সোনাই বিধানসভা কেন্দ্রের রহিমের দোকান তেমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। এতে বাইক চালক শিবু দাস ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, রাতে দুই বন্ধুকে এগিয়ে দিতে তিনি বাইক নিয়ে বেরিয়েছিলেন।কিন্তু দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মৃত শিবু দাস শিলচর মেডিক্যাল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি সোনাইয়ের উত্তর কৃষ্ণপুরে। শনিবার সকালে মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে সমঝে দেওয়া হয়।
তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লক্ষীপুরের ছোটমামদায়। শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দুই বন্ধু বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতে জমিতে পড়ে যান। স্থানীয় জনগণ এদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশসূত্রে জানা গেছে, আহত দুই যুবক পাণ্ডব দাস ও কুলটি দাস। দ্রুতগতিতে বাইক চালানোর জন্যই তারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, এর দু’দিন আগে বিলাল খান নামে আরেক যুবক প্রাণ হারান।