Barak UpdatesBreaking News

নেট্রিপ থাকলেও প্রশিক্ষণ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেয় পরিবহন বিভাগ!
Though NATRIP exists in Cachar yet Transport Department issues driving license without training!

২২ অগস্টঃ কেন্দ্র শিলচরে নেট্রিপ (ন্যাশনাল অটোমোটিভ টেস্টিং অ্যান্ড আরঅ্যান্ডডি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট) গড়েছে সেই কবে! এর অধীনে ২০১১ সালে তৈরি হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমোটিভ ইন্সপেকশন, মেনটেনান্স অ্যান্ড ট্রেনিং(এনআইএআইএমটি)। তারা চালকদের প্রশিক্ষিত করার জন্য নিয়মিত নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে। বিভিন্ন সময় টাটা মোটরস লিমিটেড, বাজাজ অটো লিমিটেডকে সঙ্গে নিয়ে গাড়িচালনার দক্ষতা বিকাশ ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছে। কিন্তু জেলা প্রশাসন বা রাজ্য পরিবহণ দফতরের কোনও সাড়া মেলেনি।

খোলামেলা এই অভিযোগ করেছেন এনআইএআইএমটি-র ডেপুটি ডিরেক্টর অভিজিতকুমার মণ্ডল। তিনি বলেন, বিনা খরচেই শুধু নয়, কিছুদিন আগে সকলের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দুদিনের রিফ্রেসার কোর্সেরও আয়োজন করা হয়েছিল। তাতেও কারও কোনও আগ্রহ দেখা যায়নি।

নেট্রিপ কর্তাদের আক্ষেপ, প্রশাসন এত বড় পরিকাঠামোটাকে ঠিকভাবে ব্যবহারই করতে পারছে না। গাড়িচালকদের প্রশিক্ষণের জন্য পাঠানোর বদলে একে ভোট গণনাকেন্দ্র হিসেবে ব্যবহারেই বেশি আগ্রহী। মণ্ডল বলেন, সে জন্যই সড়ক দুর্ঘটনা বাড়ছে। ড্রাইভিং লাইসেন্স দিতে গিয়ে বা অন্যান্য সময়ে গাড়িচালকদের প্রশিক্ষণ বা দক্ষতা বিকাশ বাধ্যতামূলক করলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে।

কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি তাদের অভিযোগ অস্বীকার করতে পারেননি। তিনি নেট্রিপ কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে জানান। ডিটিও-কেও বলবেন, এই সব প্রকল্পের সুবিধে নিতে। তাঁর কথায়, গাড়িচালনার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স হতে পারে না। সেগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker