India & World UpdatesBreaking News

Those violating lockdown will now have to serve corona patients in hospitals!
অভিনব সিদ্ধান্ত! লকডাউন ভঙ্গকারীকে করোনা রোগীর শুশ্রূষায় পাঠাবে প্রশাসন

২৮ মার্চ : লকডাউন ঘোষণার পর ঘরে থাকার বার্তা দিয়েও যখন প্রশাসন একাংশ মানুষকে আটকে রাখতে পারছে না, সে সময় লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে এক অভিনব পন্থা নিল রাজস্থানের এক জেলা প্রশাসন। সে রাজ্যের ঝুনঝুনু অঞ্চলে লকডাউন ভঙ্গকারীকে রবিবারের পর থেকে পাঠিয়ে দেয়া হবে করোনা আক্রান্ত রোগীর কক্ষে।

এই লোকদের সেখানে স্যানিটাইজিং করার পাশাপাশি রোগীর শুশ্রূষার কাজে লাগানো হবে। সেখানকার জে জে টি বিশ্ববিদ্যালয় ও সিংহানিয়া বিশ্ববিদ্যালয়ে থাকা রোগীর কক্ষে তাদের পাঠানো হবে। এ মর্মে নাওয়ালগড়ের মহকুমাশাসক মুরারিলাল শর্মা জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, যারা রাস্তায় অপ্রয়োজনে ঘুরতে থাকে, তাদের ছবি পাঠানোর জন্য।

তিনি বলেন লকডাউন অমান্য করে রাস্তায় ঘুরতে থাকা ব্যক্তিদের গ্রেফতার বা মারপিট করার পরিবর্তে কাজে লাগানোর এক নতুন পন্থা গ্রহণ করা হয়েছে। তিনি বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানোর ব্যবস্থা করেছেন। মহকুমাশাসক শর্মা বলেন, এই সিদ্ধান্তের ফলে দুপক্ষেরই লাভ হবে। কারণ করোনা আক্রান্ত লোকদের শুশ্রূষার জন্য প্রচুর সংখ্যক লোকের প্রয়োজন হচ্ছে। আর লকডাউন ভঙ্গকারী এই লোকদের রোগীর শুশ্রূষায় লাগানো হলে রাস্তায় ঘোরাফেরা করা লোকের সংখ্যাও অনেক কমে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker