India & World UpdatesAnalyticsBreaking News

৮০ বছরের বেশি বয়সের কেউ বিমানে নয়, এয়ারলাইন্সকে বলল কেন্দ্র
Those above 80 years should not be allowed to travel in plane, centre tells airlines

১২ মে : লকডাউন শেষ হলে যখন বিমান পরিষেবা শুরু হবে, তখন যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বিমান পরিবহণ মন্ত্রক সব এয়ারলাইন্স ও এয়ারপোর্ট অথরিটিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি জারি করেছে। এই এসওপি অনুসারে কেন্দ্র এয়ারলাইন্সগুলোকে বলেছে, পরিষেবা শুরু করার প্রথম পর্যায়ে ৮০ বছরের বেশি বয়সের কাউকে সফরের অনুমতি না দেওয়ার জন্য। এতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে কেবিনে ব্যাগ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। যদি কোনও যাত্রী বা কর্মীর মধ্যে কোভিড-১৯-র লক্ষণ ধরা পড়ে এবনহ আরোগ্য সেতু অ্যাপে গ্রিন সিগন্যাল না আসে, তবে এমন ব্যক্তিকে এয়ারপোর্ট টার্মিন্যাল বিল্ডিং-এ প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।

Rananuj

এসওপি-তে এইসব পরামর্শ দেওয়া হয়েছে……

১) ৮০ বছরের বেশি বয়সের যাত্রীকে অনুমতি দেওয়া হবে না।

২) কেবিনে সমগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম পর্যায়ে অনুমতি মিলবে না।

৩) একজন যাত্রী নিজের সঙ্গে শুধুমাত্র একটি ২০ কিলো ওজনের ব্যাগ নিয়ে যেতে পারবেন।

৪) যদি কোনও যাত্রীর মধ্যে সংক্রমণের কোনও লক্ষণ ধরা পড়ে, তবে ওই যাত্রীর ভ্রমণে অনুমতি মিলবে না।

৫) যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক। অ্যাপে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই যাত্রা করার অনুমতি দেওয়া হবে।

৬) বিমানে সামাজিক দূরত্ব রাখতে হবে। তবে দুটি আসনের মধ্যে একটি খালি রাখতে হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়।

৭) লাইনে দাড়ানোর সময়ও দূরত্ব বজায় রাখতে হবে।

৮) ডিউটিতে থাকা কর্মীদের পিপিই কিট পরতে হবে।

৯) শুধুমাত্র ওয়েব চেক-ইন হবে। বেশি প্রয়োজন পড়লেই প্রিটেন্ড বোর্ডিং পাস ও চেক-ইন ব্যাগেজ দেওয়া হবে।

১০) যাত্রীদের মাস্ক, গ্লাভস, জুতা, কিট ইত্যাদি পরতে হবে।

১১) যাত্রার দু-ঘণ্টা আগে যাত্রীদের এয়ারপোর্ট পৌছতে হবে।

১২) বিমানে প্রথম দিকের তিনটি আসন মেডিক্যাল ইমারজেন্সি যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker