Barak UpdatesBreaking News

পূর্বপাড়ার শতবর্ষের থিম সঙে গাইলেন অদিতি মুন্সি-পৌষালি-দোহারও
Theme Song of Ambikapur Purbapara sung by Aditi Munshi-Poushali & Dohar

২ অক্টোবর : মহালয়ার সকালে শতজনে ধুনুচি নাচ করে ব্যাপক চমক দিয়েছিল অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পূজা কমিটি। শতবর্ষে পা রাখা এই বারোয়ারি পূজা এবার চমক দিতে তৈরি তাদের থিম সঙের মাধ্যমেও। বৃহস্পতিবার মহাপঞ্চমীতে পূর্বপাড়ার পূজায় ঢাকে কাঠি পড়ছে। এ দিন তাদের মণ্ডপ ও প্রতিমা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন। এ দিনই পাড়ার অস্থায়ী মঞ্চে রয়েছে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতেই মুক্তি পাবে শতবর্ষের গান।

পূর্বপাড়ার এই থিম সঙটি লিখে সুর করেছেন শিল্পী ঋষিকেশ চক্রবর্তী। সঙ্গীত আয়োজনে নিরুপম বড়ভুঁইয়া ও রণবীর সিংহ। আর গোটা এই পরিকল্পনায় রয়েছেন পূর্বপাড়ারই সদস্য তথা তরুণ শিল্পী বিক্রমজিৎ বাউলিয়া। আকর্ষণের ব্যাপারটা হল থিম সঙে কণ্ঠ দিয়েছেন কলকাতার বাংলা গানের দল দোহার সহ তারকা শিল্পী অদিতি মুন্সি, পৌষালি ব্যানার্জি ও মেখলা দাশগুপ্ত। শিলচরের বাংলা গানের দল দলছুট ও বিক্রমজিৎ নিজেও কণ্ঠ দিয়েছেন তাতে। তবে শুধু অডিও নয়, গানটির ভিডিও সংকলনও প্রকাশিত হবে ইউটিউব-ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায়। এই থিম সঙের ভিডিওটি তৈরি করছেন অরিন্দম গোয়ালা।

উল্লেখ্য, শিলচরে প্রথম পুজো থিম সঙের ব্যাপারটা চালু হয়েছিল পূর্বপাড়া থেকেই। আমার পাড়া সেরা পাড়া, অম্বিকাপুর পূর্বপাড়া থিম সঙটি বেশ ক’বছর ধরেই ‘পূজা হিট’। তবে থিম সঙ দিয়ে এ বার তারা যে চমক দিচ্ছে, সেটা সত্যি স্পেশ্যাল কিছু। কারণ, দুই জায়গার দু’টি জনপ্রিয় গানের দল সহ জি বাংলা সারেগামাপা খ্যাত সেলিব্রিটি শিল্পীদের নিয়ে এমন কোনও থিম সঙ অতীতে ভাবেনি বরাকের কোনও পূজা কমিটি। ফলে নিঃসন্দেহে এই গান বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে। সঙ্গে গ্ল্যামার বাড়াচ্ছে পূর্বপাড়ার শতবর্ষের পুজোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker