Barak UpdatesBreaking News
নাট্যকর্মী আবৃত্তিকার শান্তনু গাঙ্গুলি প্রয়াত
Theater personality Shantanu Ganguly expired

২ ফেব্রুয়ারি : বিশিষ্ট নাট্যকর্মী তথা আবৃত্তিকার শান্তনু গাঙ্গুলি প্রয়াত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গেছেন স্ত্রী ও এক ছেলেকে। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, শুক্রবার তিনি বুকে ব্যাথা অনুভব করায় তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
প্রয়াত শান্তনু গাঙ্গুলি আরকাটিপুর বাগানের হিসেব রক্ষক পদে কাজ করতেন। এর পাশাপাশি তিনি সংস্কৃতি চর্চায় বিশেষভাবে যুক্ত ছিলেন। নাটকের প্রতি তাঁর টান ছিল খুব বেশি। উধারবন্দ শিল্পীগোষ্ঠীর হয়ে তিনি বহু নাটকে অভিনয় করেন।এছাড়াও বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। শিলচরের একাধিক সংগঠনের সঙ্গে তাঁর সখ্য ছিল।
শনিবার দুপুরে তাঁর মৃত্যুর খবর এসে পৌছতেই শিলচরের বহু সংগঠনের সদস্য তাঁকে দেখতে ছুটে যান। শনিবার বিকেলে শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানেও বিভিন্ন সংস্থার সদস্যরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন।