Barak UpdatesIndia & World UpdatesBreaking News
ক্যাবঃ নতুন বিলেও মূল কথা একই থাকছেThe new Citizenship Amendment Bill contains the same basic framework
২০ নভেম্বরঃ পড়শি দেশগুলিতে ধর্মীয় বিদ্বেষের শিকার হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিদেরই শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী বিলের মূল কথা এ-ই। বুধবার রাজ্যসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগের বিলেও বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ২০১৪-র ডিসেম্বরের মধ্যে আসা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও পার্সিদের এ দেশে শরণার্থী হিসেবে গ্রাহ্য করার কথা বলা হয়েছিল। ফলে নতুন বিলে মূল বয়ানে কোনও ফারাক থাকছে না, অমিত শাহের বক্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে।
সংসদের চলতি অধিবেশনে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার কথা কেন্দ্রীয় সরকারের। তার আগে বুধবার এনআরসি-র প্রসঙ্গে আলোচনা শুরু হলে শাহ রাজ্যসভায় বলেন, ‘‘পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া উচিত। তাঁদের ভারতের নাগরিক করে তুলতেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন।’’
২০১৬ সালে লোকসভায় নাগরিক সংশোধনী বিল পেশ করে প্রথম মোদি সরকার। পরে সেটি সংসদীয় যৌথ কমিটির কাছে পাঠানো হয়। এ বছর জানুয়ারি মাসে তা নিয়ে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। তার পর সেটি লোকসভায় গৃহীত হয় এবং গত ৮ জানুয়ারি পাশ হয়ে যায়। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তখন রাজ্যসভায় পেশ হয়নি বিলটি। এখন অবশ্য সে সমস্যা নেই। তাই এই অধিবেশনেই একে আইনে পরিণত করতে চান মোদি-শাহরা৷