Barak UpdatesCulture

২০-তে নন্দিনীঃ শিলচরে দুদিন ধরে একক অভিনয়ের নাট্যোৎসব

৭ ডিসেম্বরঃ ২০২০-তে ২০ পেরোচ্ছে বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের। বিশেষ এই বছরটিকে নানা অনুষ্ঠানে উদযাপনের উদ্যোগ নিয়েছেন সভাপতি ড. সুমিতা ঘোষ, সহসভাপতি শর্মিলা দত্ত, সাধারণ সম্পাদক মঞ্জরি হীরামণি রায়, প্রচার সম্পাদক জয়া ভাওয়াল-রা। গায়ত্রী নাথচৌধুরীর মতো উপদেষ্টারাও সারাক্ষণ পাশে রয়েছেন। শনিবার তাঁরা সাংবাদিকদের সঙ্গে চায়ের আড্ডায় বছরের প্রথম অনুষ্ঠান নিয়ে মতবিনিময় করেন।

ড. সুমিতা ঘোষ জানান, একক অভিনয় নাট্যোৎসবের মাধ্যমে বর্ষব্যাপী কর্মসূচির সূচনা হবে। আগামী ৪ ও ৫ জানুয়ারি ২দিন ধরে চলবে এই একক অভিনয় প্রদর্শন। তাতে তাদের নিজেদের যেমন অংশগ্রহণ থাকবে, তেমনি অংশ নেবে দশরূপক, সারস্বত, ভাবীকাল, গণসুর, শিলচর কালচারাল ইউনিট, নবারুণ, নান্দনিক, রেস ও বিবর্তন। কলকাতার ঊহিনী-খ্যাত অভিনেত্রী-নির্দেশক অদ্রিজা দাশগুপ্ত এই উৎসবে প্রধান অতিথি আসার সম্মতি জানিয়েছন। তিনি নিজেও এককভাবে একটি নাটকে অভিনয় করবেন। তাঁর সঙ্গে নাট্য সহযোগী হিসেবে আসছেন সেজুতি বাগচি ও সৌমেংশু সামন্ত।

অদ্রিজা সহ সবাই-ই নাটক করবেন নেটিভ জয়েন্ট কোম্পানি চত্বরের প্রাকৃতিক পরিবেশে খোলা মঞ্চে। শর্মিলা দত্ত জানান, দুদিনই নাটক শুরু হবে বিকাল পাঁচটায়। প্রতিটি ২০ মিনিটের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker