India & World UpdatesAnalyticsBreaking News
এ বার লে-তে যোগ দিবসের মূল অনুষ্ঠান, জানালেন কেন্দ্রীয় মন্ত্রীThe main programme of Yoga Day to be held in Leh this year
১২ মার্চ : ২১ জুন ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান এ বার অনুষ্ঠিত হচ্ছে লাদাখের লে-তে। এই যোগ কর্মসূচির নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যোগ দিবসে দেশের কেন্দ্রীয় এই অনুষ্ঠানটি হবে অন্য সব থেকে অনন্য। প্রথম বারের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে এতো উপরে এমন অনুষ্ঠান হচ্ছে।
এ দিন যোগ কর্মসূচিতে থাকবে ৪৫ মিনিটের সাধারণ যোগ ব্যায়াম। মূলত যোগাসনের ওপরই বিশেষ জোর দেওয়া হবে। তিনি আশাপ্রকাশ করেন, লে-তে যোগার অনুষ্ঠানে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। তিনি আওও বলেন, বিভিন্ন শিল্পোদ্যোগ সংস্থা, সিবিএসই, ইউজিসি, এনসিইআরটি মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসলে যোগ দিবসের তিন-চার মাস আগেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। এ নিয়ে সারা দেশে হাজার খানেক ট্রেনিং প্রোগ্রামও করা হয়।
প্রসঙ্গত, গত বছর রাঁচিতে যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম বছর ২০১৫ সালে নয়াদিল্লির রাজপথে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বছর ৩০ হাজার মানুষ এতে অংশ নিয়েছিলেন।