Barak UpdatesIndia & World UpdatesBreaking News
বিতর্কের অবসান হল, বললেন সুস্মিতা দেব
The controversy comes at rest, said Sushmita Dev

৯ নভেম্বরঃ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট শনিবার যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব। তিনি বলেন, একটা বির্তকের তো অবসান হল। সু্প্রিম কোর্টের ওপর কেউ কিছু বলবে না। ফলে ফয়সলা হওয়াটা খুব জরুরি ছিল।
তাঁর কথায়, ‘আমি যা বুঝেছি, সুপ্রিম কোর্ট একে একটা জমিবিবাদ হিসেবে দেখেছে। টাইটাল স্যুইট ধরেই রায় দিয়েছে। ফলে টানাপড়েন কাটল বলে মনে করি।’