India & World UpdatesAnalyticsBreaking News
একবার পাশ করলে আজীবন টেটের মেয়াদ, নয়া পরিকল্পনাTET certificate now to be valid for lifetime
২৩ অক্টোবর : শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুখবর শোনাল কেন্দ্র সরকার। একবার টেট উত্তীর্ণ হলে আর টেট দিতে হবে না। এই পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আগে একবার টেট উত্তীর্ণ হলে সাত বছর ছিল সেই টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ। অর্থাত্ ৭ বছরের মধ্যে সেই প্রার্থীরা চাকরি না পেলে আবারও টেট দিতে হতো। নয়া পরিকল্পনা অনুযায়ী একবার টেট উত্তীর্ণ হলে সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন।
বছর কয়েক আগে কেন্দ্র সিদ্ধান্ত নেয়, শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। তবেই শিক্ষক হওয়ার ছাড়পত্র পাবেন পরীক্ষার্থীরা। এই নিয়ম কার্যকর হয় রাজ্যগুলিতেও। জানানো হয়, সার্টিফিকেটের মেয়াদ হবে ৭ বছর। সেই নিয়মেই এ বার পরিবর্তন আনছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। স্পষ্টতই, এই নিয়মের ফলে হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের মুখে। শিক্ষামহলের মতে, টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ সাত বছরের বদলে সারা জীবন বৈধ হলে চাকরির সুযোগ বাড়বে।