Barak UpdatesHappeningsBreaking News

Coronavirus testing centre opened at SMCH
শিলচর মেডিক্যালেও চালু করোনা টেস্ট

১৯ মার্চ: শিলচরেও করোনার নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগার তৈরি হয়েছে৷ এতদিন গুয়াহাটি মেডিক্যাল কলেজ, যোরহাট মেডিক্যাল কলেজ এবং লাহোয়ালের আইসিএমআরেই এই ব্যবস্থা চালু ছিল৷

Rananuj

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া জানান, এতে এখন আর অন্যত্র নমুনা পাঠানোর প্রয়োজন পড়বে না৷ ফলে রোগী শনাক্ত করার কাজ দ্রুততর হবে৷ তবু প্রথম দশটি নমুনা নিজেদের পরীক্ষাগারে পরীক্ষার সঙ্গে সঙ্গে অন্যত্রও পাঠানো হবে৷

এই সময়ে শিলচর মেডিক্যাল কলেজে দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ একজনের বাড়ি কাছাড় জেলায়, অন্যজনের হাইলাকান্দিতে৷ দুইজনই বাইরে থেকে বাড়ি ফিরছিলেন৷ তাদের রক্তরসের নমুনা বাইরে পাঠানো হয়েছে৷ সম্ভবত শুক্রবার রিপোর্ট চলে আসবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker