Barak UpdatesBreaking News
১০ দিনের প্রশিক্ষণে সংস্কৃতে সাবলীল !Ten days workshop to make conversant in Sanskrit!
২ ফেব্রুয়ারিঃ দশদিনের প্রশিক্ষণ নিয়েই সংস্কৃত ভাষায় সাবলীল কথা বলা যায়। সংস্কৃত ভারতীর এক সম্ভাষণ বর্গের শেষদিনে ২৭ জন প্রশিক্ষণার্থী তা হাতে-কলমে বুঝিয়ে দিলেন। সংস্কৃত ভারতীর সহজ-সরল শিক্ষাপদ্ধতির দৌলতেই মূলত এমনটা সম্ভব হয়েছে। সমাজের আনাচে-কানাচে সংস্কৃত ভাষাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে দীর্ঘ বছর থেকে সংস্কৃত ভারতী যে সংকল্প হাতে নিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি এরই অঙ্গ।
শিলচর বিলপারের শ্রীশ্রী রামদাস কাঠিয়াবাবা সংস্কৃত মহাবিদ্যালয়ে ২৪ জানুয়ারি শুরু হয়েছিল এই কর্মশালা। শনিবার হয় সমাপ্তি অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রশিক্ষণার্থীরা সংস্কৃত ভাষায় তাঁদের অনুভূতি প্রকাশ করেন। অথচ, এই ছেলে মেয়েরাই কিন্তু দশদিন আগে অবধি সরাসরি এই ভাষার সঙ্গে পরিচিত ছিলেন না।
সংস্কৃত ভারতীর রণজিৎ তিওয়ারি, কেশব লুইটাল,সুমিতা দাস, সুমন ভট্টাচার্য, বুদ্ধিদেব পুরকায়স্থদের কথায়, সংস্কৃত ভাষা খুব কঠিন, এমন ভাবনা জনমানসে প্রচলিত হয়ে গেছে। যা, আদৌ নয়। সংস্কৃতভারতীর এমন সহজ সরল ধারার প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একেবারে পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ আদি ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারছেন। প্রাচীন এই সংস্কৃত ভাষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রণজিৎ তিওয়ারিরা।
English text here