India & World UpdatesAnalyticsBreaking News

নিজাম: কারও ভুলের দায় সম্প্রদায়ের ওপর চাপানো যায় না, বললেন ভাগবত
Tablighi Jamaat: A community can’t be held responsible for fault of one, said Mohan Bhagwat

২৬ এপ্রিল: কিছু সংখ্যক মানুষের ভুলের দায় গোটা সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। করোনা নিয়ে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে, সেসব সুযোগ সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। করোনা ইস্যুতে বহুচর্চিত নিজামুদ্দিন তবলিগ নিয়ে এমন মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দেশে করোনা সংক্রমণ নিজামুদ্দিন জমায়েতের সূত্র ধরে বাড়ছে, এমন তথ্য বয়ান করছে সরকার। আবার করোনা মহামারিকে রাজনীতির মারপ্যাঁচে সাম্প্রদায়িক রং দিতেও চাইছেন একাংশ। এ অবস্থায় শনিবার আরএসএস প্রধানের এমন বার্তার যে গুরুত্ব রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Rananuj

এদিন নাগপুর কার্যালয় থেকে কথা বলছিলেন আরএস এস প্রধান। তিনি বলেন, এখন সাম্প্রদায়িক উত্তেজনা নয়, ঐক্যবদ্ধ হয়ে করোনা বিপর্যয় মোকাবিলা করার সময়। ভাগবত বলেন রাগ বা ভয়ে যদি কেউ কিছু ভুল করে থাকে তবে আমরা পুরো সম্প্রদায়কে দোষ দিতে পারি না। সামাজিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যে কোনও সরকারি নির্দেশিকার বিরুদ্ধে যাতে ভারতবিরোধীরা মানুষকে উস্কে না দেয় তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের এদিকে নজর রাখা দরকার। দেশে অশান্তি সৃষ্টিকারীদের এ দিন সতর্ক করে দেন ভাগবত।

আরএসএস যে এ ব্যাপারে নিজেদের দায়-দায়িত্ব পালন করে যাচ্ছে, একথাও শোনান ভাগবত। জানিয়ে দেন কর্মসূচি বন্ধ, কিন্তু দেশপ্রেমিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ বন্ধ নয়। কথা বলতে গিয়ে স্বদেশি উৎপাদন ও সামগ্রী ব্যবহারের প্রতি গুরুত্ব দেন আরএসএস প্রধান। তাঁর পরার্মশ, স্বদেশী উৎপাদনের উপর যেমন জোর দিতে হবে, তেমনই বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমাতে হবে। এই করোনা পর্বে এভাবেই দেশ উন্নয়নের নতুন মডেল হিসেবে উঠে আসতে পারে। চাঙ্গা হতে পারে দেশের আর্থিক অবস্থাও।

বক্তব্যে মহারাষ্ট্রে সাধু হত্যার তীব্র নিন্দা করেন ভাগবত। বলেন, এই সন্ন্যাসীরা সবসময় অন্যের সেবায় নিয়োজিত থাকেন। এমন ঘটনা কখনই বরদাস্ত করা যাবে না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker