Barak UpdatesBreaking News
স্বচ্ছ সুন্দর শিলচর প্রকল্প বাস্তবায়নে আহ্বান প্রশাসনেরSustainable and employment intensive plan for waste management at Silchar
১২ জুলাই : কাছাড় জেলা প্রশাসন শিলচর পুরসভার সহযোগিতায় কাছাড়কে ‘আবর্জনা মুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার জন্য সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্টের অভিজ্ঞ রিসোর্স পার্সন তথা সিনিয়র কনসালটেন্ট সি শ্রীনিবাসনের তত্ত্বাবধানে আগামী ১৪ জুলাই থেকে কাজ শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযানের’ অঙ্গ হিসেবে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘স্বচ্ছ সুন্দর শিলচর’। এ উপলক্ষে শুক্রবার শিলচর বঙ্গভবনে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক উপস্থিতি ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিভাগ, এনজিও, বিভিন্ন বয়সের লোকজন, স্থানীয় নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই সচেতনতা কর্মসূচি শ্রীনিবাসনের নির্দেশনায় পরিচালিত হয়। শিলচর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন গার্বেজ ফ্রি সিটি তৈরির ওপর বিশেষ জোর দিয়ে সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি আগামী ১৪ জুলাই পাইলট ফর্মে চালু করা হবে। এতে বলা হয়, ২৫০০ পরিবারকে আওতায় রেখে পাইলট প্রকল্পের সূচনা করা হবে।
এ দিকে, শিলচর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতার পাশাপাশি মাইক, ব্যানার, পোস্টার ইত্যাদির মাধ্যমে সচেতনতা জাগানোর কাজ চলছে। পাইলট প্রকল্পের পর এই প্রকল্পের কাজ সারা শিলচরে বিস্তৃত করা হবে। পরে সমগ্র কাছাড় জেলায় ‘স্বচ্ছ সুন্দর শিলচর’ প্রকল্পে সবার অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে, কাছাড়ের জেলাশাসক শিলচর পুরসভার সহযোগিতায় এই অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। তিনি শিলচর শহরকে পরিচ্ছন্ন ও সবুজ করে তোলার জন্য সকল স্টেকহোল্ডারদেরকেও যোগ দিতে অনুরোধ করেছেন।
শুক্রবার শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত এই সভায় জেলাশাসক সব স্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে নাগরিকদের কীভাবে সহযোগিতা করলে শিলচর তথা কাছাড় জেলা স্বচ্ছ ও সবুজ করে তোলা যেতে পারে, এর ওপর বিস্তারিত ব্যাখ্যা দেন। এই সচেতনতা সভায় শিলচরের পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর তাঁর বক্তব্যে সামগ্রিক দিক দিয়ে পুরসভা ও কাছাড়ের জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগে যথাযথভাবে সবাইকে কাজ করে যাবার কথা তুলে ধরেন। সহ সভানেত্রী চামেলি পাল অনুরূপ ভাষণে শিলচর শহরকে স্বচ্ছ ও সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিক্রম দেবশর্মা উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বচ্ছ সুন্দর শিলচর প্রকল্পটিকে সফল করে তোলার আহ্বান জানান। পরে এই সচেতনতা কর্মসূচির রিসোর্স পার্সনের নির্দেশনায় প্রজেক্টরের মাধ্যমে এই পাইলট প্রজেক্টকে কীভাবে সফল করে তোলা যেতে পারে, এর ওপর দীর্ঘ বক্তব্য এবং প্রশিক্ষণ প্রদান করেন।