Barak UpdatesBreaking News
কাটিগড়া থেকে লড়াইয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন গৌতম ! ভাসলেন সংবর্ধনায়Suspense grows over Gautam Roy’s candidature from Katigorah
৮ সেপ্টেম্বর : সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী গৌতম রায় রবিবার কাটিগড়া সফর করলেন। হাইলাকান্দি ও করিমগঞ্জে তাঁর সফরের আগে থেকেই যেভাবে দলীয় কর্মী মহলে একের পর এক প্রতিবাদ আছড়ে পড়েছিল, কাটিগড়ায় অবশ্য সে ছবি ছিল না। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা সফর করার সময় সংবর্ধনায় ভাসলেন তিনি। ফলে সঙ্গত কারণেই প্রশ্ন উঁকি দিয়েছে, তাহলে কি গৌতম ২০২১-র নির্বাচনে কাটিগড়ায় বিজেপির টিকিটে ভোটে লড়বেন? তাঁর অনুগামী একটি মহল এ নিয়ে উচ্ছ্বাসে টগবগ করলেও বিজেপির আরেকটি গোষ্ঠী বলতে গেলে চুপচাপই ছিল।
গৌতম রায় বরাবরই রাজনীতির অঙ্গনে চর্চিত নাম। বিভিন্ন বিতর্ককে উসকে দিতেও তাঁর জুড়ি নেই। ফলে রবিবারও তিনি সাংবাদিকদের জানালেন, দল চাইলে কাটিগড়া থেকে ভোটে লড়তে তাঁর আপত্তি নেই। তবে বিজেপিতে আগে থেকেই যারা রয়েছেন, টিকিটের দাবিদার আগে তাঁরা। প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কাজের প্রশংসা করেন তিনি। তাছাড়া বিজেপি দলে যে একটা ভাল কাজের পরিবেশ রয়েছে, সে কথাও এ দিন বার বার উল্লেখ করেন।
বলেন, কাটিগড়ার বর্তমান বিধায়ক অমরচাঁদ জৈনকে সঙ্গে নিয়েই তিনি কাজ করে যেতে চান। সুযোগ পেলেই কাটিগড়ার উন্নয়নে তিনি এগিয়ে আসবেন। পাশাপাশি অবশ্য বলে রাখেন, তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে তাঁর তেমন কোনও ক্ষমতাও নেই। যেটুকু আছে তা দিয়েই মানুষের পাশে থাকবেন বলে এ দিন অঙ্গীকার করেন। প্রসঙ্গত, এ দিন কাটিগড়ার একটি মন্দিরে পুজো দিয়ে গৌতম রায় এই বিধানসভা কেন্দ্রে তাঁর সফর শুরু করেন।