Barak UpdatesBreaking News
নবারুণ ভট্টাচার্য দুদিনের পুলিশ রিমান্ডেSuspended DDC Nabarun Bhattacharjee in 2-day police remand
২৬ আগস্টঃ জমি কেলেঙ্কারি মামলায় আত্মসমপর্ণের পর সোমবার আদালতে তোলা হয় কাছাড়ের সাসপেন্ডেড ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি) নবারুণ ভট্টাচার্যকে। বিচারক তাঁকে দুদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।
বেশ কিছুদিন পালিয়ে বেড়ানোর পর রবিবারই তিনি করিমগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছিলেন। সুতারকান্দিতে স্থল বন্দর নির্মাণের জন্য জাল দলিল কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। প্রদীপ তালুকদার তখন ছিলেন কাছাড়ের জেলাশাসক। নবারুণবাবু অতিরিক্ত জেলাশাসক।
গত সপ্তাহে প্রদীপবাবুকে গুয়াহাটির বাড়ি থেকে ধরে এনেছে করিমগঞ্জ পুলিশ। তিনি বর্তমানে জেলে। দুজনকেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়াও ধরা পড়ে জেলে ছিলেন সার্কল অফিসার হোমেন গোহাই বরুয়া। তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। জেলে আছেন এই মামলায় অভিযুক্ত দুই আমিনও।