Barak UpdatesBreaking News
জিতলে সুস্মিতা ক্যাবিনেট মন্ত্রী, পাঁচগ্রামে বলে গেলেন রাহুল গান্ধীSushmita will be made cabinet minister if Congress comes to power: Rahul Gandhi at Panchgram
বৃষ্টির জন্য এ দিন রাহুল গান্ধীর হেলিকপ্টার উড়তে পারেনি। শিলচর বিমানবন্দরে পৌঁছাতে অবশ্য তাঁর কোনও সমস্যা হয়নি। সকাল ১১টায় রানওয়ে স্পর্শ করে বিশেষ বিমান। নেমেই দেখেন প্রচুর বৃষ্টিপাত। সঙ্গে হালকা ঝড়। অভ্যর্থনা জানাতে যারা বিমানবন্দরে গিয়েছিলেন, তাঁদের কাছে জানতে চাইলেন, ভিড় কেমন। বৃষ্টির মধ্যে মানুষ যে খুব বেশি হবে না, খোলামেলাই জানানো হয় তাঁকে। তবু সিদ্ধান্ত নেন, এমন আবহাওয়াতে যারা মাঠে অপেক্ষা করছেন, তাঁদের কাছে তাঁর যাওয়া উচিত।
এসপিজি-কে ডেকে বললেন, সড়কপথেই যাবেন পাঁচগ্রামে। স্থানীয় কংগ্রেস নেতাদের পরামর্শে এসপিজি অবশ্য আগে থেকেই বিকল্পটা ভেবে রেখেছিল। ফলে সমস্যা হয়নি। গাড়িতে দ্রুত বেরিয়ে পড়েন রাহুল গাঁধী। সঙ্গে শিলচরের প্রার্থী সুস্মিতা দেব।
তাঁদের কনভয় যখন পাঁচগ্রামে পৌঁছায়, তখন বেলা সাড়ে ১২টা। একে বৃষ্টি পড়ছে, অন্যদিকে হেলিকপ্টার বাতিল জেনে অনেকে আগেই মাঠ ছেড়েছিলেন। এর মধ্যে ক্যামেরা নিয়ে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের জন্য তৈরি পোডিয়াম ভেঙে পড়ে। এক সাংবাদিক জখম হন। কলমাক্ষ দে পুরকায়স্থ, রুমি নাথ-রা গিয়ে হাতজোড় করে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন। ছুটে যান গৌতম রায়, সিদ্দেক আহমদের মত প্রবীণ মন্ত্রীরাও।
সব মিলিয়ে, অস্বস্তিকর পরিবেশ। কিন্তু রাহুল গাঁধী মঞ্চে উঠতেই সব স্বাভাবিক চেহারা নেয়। আকাশ পরিষ্কার হয়ে যায়। দূরে দাঁড়ানো মানুষজন কাছে আসতে থাকেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা সবাই মঞ্চের কাছে পৌঁছাতে চাইলেন। প্রথমে সুস্মিতা দেব সংক্ষিপ্ত বক্তৃতা করেন। পরে রাহুল উঠে দু-চার কথা বলেই স্লোগান দেন, ‘চৌ-কি-দা-র’। জবাব আসে, ‘চোর হ্যায়’। একবার, দুবার, তিনবার। জোরে থেকে আরও জোরে। এ বার রাহুল জুড়লেন, ‘শুধু চোর নয়, চৌকিদার ডরপুক (ভীত)-ও। বিতর্কের আহ্বান জানিয়েছিলাম। সাহস দেখাতে পারেননি।’
জোট, মহাজোট নিয়ে নরেন্দ্র মোদি কংগ্রেসকে আগে বহু সমালোচনা করেছেন। পাঁচগ্রামে এরই জবাব দিলেন কংগ্রেস সভাপতি। বললেন, ‘কংগ্রেস একা লড়ছে, একাই জিতবে। দম (সাহস) আছে আমাদের।’
পরে সুস্মিতা দেবকে সঙ্গে নিয়েই ফেরেন রাহুল গাঁধী। এ বার অবশ্য আর সড়কপথে নয়, আকাশ পরিষ্কার হওয়ায় কপ্টার ছুটে গিয়েছিল তাঁকে আনতে। সেই কপ্টারেই দুজন শিলচরে ওড়েন। সেখান থেকে রাহুল গাঁধী সোজা নিজের বিশেষ বিমানে।