Barak UpdatesBreaking News
সাম্প্রদায়িক লাইনে ভোট চেয়েও লাভ হয়নি সুস্মিতার, দাবি রাজদীপেরSushmita sought votes on communal lines but without any avail: Rajdeep Roy
২৯ এপ্রিলঃ সচরাচর বিজেপির বিরুদ্ধেই এই অভিযোগ আনা হয়। সোমবার উল্টোটাই বললেন শিলচর আসনের বিজেপি প্রার্থী ডা. রাজদীপ রায়। তিনি কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবকে পুরোপুরি সাম্প্রদায়িক লাইনে ভোট চাওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। মুসলমান বা সংখ্যালঘুদের কথা উল্লেখ না করলেও রাজদীপের ইঙ্গিত, মুসলমানদের ভোট একচেটিয়া পাওয়ার জন্য সুস্মিতা নানা চাতুরির সাহায্য নেন।
ক্রমাগত একাংশ ভোটারকে সাম্প্রদায়িক উসকানি দিয়েছেন। তাতেও ফল ভালো হয়নি বলে ভবিষ্যদ্বাণী করেন অস্থি বিশেষজ্ঞ রাজদীপবাবু। তাঁর কথায়, আগামী ২৩ মে ইভিএমে ভোট গণনা শুরু হলে গ্রাম-শহর সর্বত্র পিছিয়ে থাকবেন ব্যারিস্টার সুস্মিতা।