Barak UpdatesBreaking News

ভোটারদের ঠকিয়েছেন সুস্মিতা, বলল বিজেপি
Sushmita has cheated the voters, accuses BJP

৮ জানুয়ারি :নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বরাক উপত্যকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সাংসদ সুস্মিতা দেব। ঠকিয়েছেন তাঁর প্রতি আস্থা রাখা ভোটারদেরও। মঙ্গলবার এভাবেই সরাসরি সুস্মিতাকে একহাত নেন কাছাড় বিজেপি সভাপতি কৌশিক রাই। শেষলগ্নে এসে সুস্মিতা যে নিঃশর্ত নাগরিকত্বের দাবি তুলেছেন, এটাকে দ্বিচারিতা বলে উল্লেখ করেন কৌশিক। বলেন, যদি দরদ আর ইতিবাচক মন-মানসিকতা ঠিকই থাকত তবে সংসদ থেকে ‘ওয়াক আউট’ করতেন না শিলচরের সংসদ সদস্যা। নাগরিকদের স্বার্থে বিলের পক্ষে কথা বলতেন । বিলের বিরোধিতা করে, জাতির বিশ্বাসের মজা উড়িয়ে এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হয়ে থাকলেন সুস্মিতা, মন্তব্য করেন বিজেপি জেলা সভাপতি। ‘জেপিসিতে সুস্মিতা বিলের বিরোধিতা করেছেন’, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের এই কথার একশ ভাগ সত্যতা আজকের দিনে আমজনতা পরতে পরতে বুঝতে পারছেন। স্পষ্ট ভাষায় এও জানিয়ে দেয় জেলা বিজেপি।

এ দিন, লোকসভায় নাগরিকত্ব বিল পাস হওয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের খুশির সীমা ছিল না। উৎসবের মেজাজে ছিল কাছাড় বিজেপি। প্রধানমন্ত্রী মোদির জয়ধ্বনি দিয়ে কাছাড় কলেজ পয়েন্টে বাজি-পটাকা পোড়ানো হয়। প্রত্যেকের হাতে ছিল দলীয় পতাকা। পরে ইটখলার বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। নাগরিকত্ব বিল পাসকে টানা আন্দোলনের ফসল বলে জানান কৌশিক রাই, দীপায়ন চক্রবর্তী, নীহার দাসরা। রাজ্যসভায়ও বিলটি পাস হয়ে যাবে, আশা ব্যক্ত করেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker