NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
ভূমিধসে মৃতের পরিবারকে পর্যাপ্ত সাহায্যের দাবি সুস্মিতার, চিঠি মুখ্যমন্ত্রীকেSushmita Dev demands sufficient help to the families of those who died in landslide
২ জুন ঃ বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানে ভূমিধসে মৃতদের ত্রাণ সাহায্যের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সারা ভারত মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। এতে তিনি লিখেছেন, টানা বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার তিন জেলায় জীবন সম্পত্তির প্রভূত ক্ষতি হয়েছে এবং এতে ২১ জন লোক প্রাণ হারিয়েছেন। এঁরা সবাই দুঃস্থ পরিবারের ও এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
It is extremely tragic to lose innocent lives in Barak Valley Assam due a landslide caused by heavy rain.
I hope @CMOfficeAssam will accept my request to help the families of the deceased. My deepest condolences to the families for their loss🙏🏻 pic.twitter.com/eFKdZZiDxn
— Sushmita Dev (@sushmitadevinc) June 2, 2020
এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অথবা রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান সুস্মিতা। তিনি নিজেও তাঁদের সাহায্য করবেন বলে জানান। মানবিক দিক দিয়ে চিন্তা করে মুখ্যমন্ত্রী এই অনুরোধ রাখবেন বলেও আশাপ্রকাশ করেছেন সুস্মিতা।