Barak UpdatesBreaking News
শিলচরে মিলেমিশে সময় কাটালেন বিলের সমর্থক ও বিরোধীরাSupporters & opponents of Bill makes it a day at Silchar
৭ জানুয়ারিঃ একই সময়ে একই স্থানে হাজির দুই পক্ষ। নাগরিকত্ব বিলের সমর্থক আর বিরোধীরা। শিলচরে জেলাশাসকের অফিসের সামনে সাধারণ মানুষ উতকণ্ঠার প্রহর গুনছিলেন। অনেকে উতসাহী হয়ে দূরে দাঁড়িয়ে মুহূর্তটি উপভোগ করতে চাইছিলেন। কিন্তু না গর্জাল, না বর্ষাল। বরং মিলেমিশে সময় অতিবাহিত করলেন উভয়পক্ষ। বিল বিরোধী আসু, অবিসা, ইন্ডিজেনাস পিপল প্রটেকশন কমিটি সহ বিভিন্ন সংস্থা জোট বেঁধে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিজেপি হায় হায় বলে স্লোগান তোলেন। বিলের কপি পুড়িয়ে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। গেরুয়া সমর্থিত নর্থইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক ) তখন বিল বিরোধিতা শেষের জন্য অপেক্ষা করছিলেন। তাঁরা সরে পড়তেই বিল পেশের জন্য সন্তোষমূলক কার্যসূচি শুরু করেন। ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি, রাজেন্দ্র আগরওয়াল প্রমুখকে। তাঁরা বাজি পোড়ান, খিচুড়ি বিতরণ করেন।
দীর্ঘসময় ধরে মিলেমিশে জেলাশাসকের অফিসের সামনে বিরোধিতা ও উল্লাসের দরুন শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ দিকে, অগপ পৃথকভাবে বিল বিরোধিতায় জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র প্রদান করে। তাতে উল্লেখ করা হয়েছে, নাগরিকত্ব বিল নিয়ে তাঁরা যেন আর না এগোন। এ দিন সমস্ত জেলাতেই অগপ প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করে।
English text here