Barak UpdatesBreaking News
লরির চাকায় পিষ্ট আহতদের স্বাস্থ্যের খোঁজ নিল শুকতারা‘Suktara’ visits SMCH, takes stock of the accident victims
১ নভেম্বর : আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শুকতারার সদস্যরা শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে গত বুধবার রাতের মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে তাদের সার্বিক স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
সে সময় আহতদের কিছু অসুবিধা ও অভিযোগ তাদের পরিবারের সদস্যরা শুকতারার প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। অভিযোগে তারা বলেছেন, যথেষ্ট অসুস্থদেরও সুস্থ বলে ডিসচার্জ করা হচ্ছে। তাছাড়া হাসপাতালে পর্যাপ্ত দেখাশোনা করার লোকেরও অভাব রয়েছে। এমনকি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হওয়ার আশ্বাস সত্ত্বেও কিছু কিছু ওষুধ ও আনুষাঙ্গিক জিনিসপত্র তাদের কিনতে হচ্ছে।
শুকতারার পক্ষ থেকে তখনই শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সবগুলো অভিযোগ শোনার পর সঙ্গে সঙ্গে এসএমসি’র সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে শুকতারার সদস্যরা আশাপ্রকাশ করেন, আহতদের যথাযথ চিকিৎসা ও শুশ্রুষার দিকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন।
শুকতারা যেকোনও প্রয়োজনে আহতদের পাশে রয়েছে বলে তারা জানান। সেইসঙ্গে সব শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরাও তাদের পাশে দাঁড়াবেন বলে বিশ্বাস করে শুকতারা। এ দিন শুকতারার সদস্যদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক পরমা ব্যানার্জি, প্রসেনজিত নাথ, সুতপা চক্রবর্তী, আলিম উদ্দিন বড়ভূইয়া সহ অন্য সদস্যরা।