NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
Students of colleges & universities staying in hostels to get ₹ 7000: Himantaকলেজ-বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের পড়ুয়ারা মাশুল পাবেন ৭ হাজার, ১০ ফেব্রুয়ারির মধ্যেই অ্যাকাউন্টে টাকা, ঘোষণা হিমন্তবিশ্বের
২২ জানুয়ারি : এ বার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা মাসে ৭০০ টাকা করে সরকারি সাহায্য পাবেন। জ্ঞানদীপিকা প্রকল্পের অধীনে হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের মাসে ৭০০ টাকা করে ১০ মাসে ৭০০০ টাকা দেওয়া হবে। বুধবার এ কথা ঘোষণা করেছেন রাজ্যের নয়া শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ দিন গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যের কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে হিমন্তবিশ্ব শর্মা কলেজগুলোর ছাত্রছাত্রীদের হোস্টেল মাশুল রেহাই করার বিষয়ে অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা প্রতি মাসে ৭০০ টাকা করে ১০ মাসের জন্য মোট ৭ হাজার টাকা পাবেন। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা দেওয়া হবে।
পরে শিক্ষামন্ত্রী আরও জানান, এই টাকার পরিমাণ ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১৪০০ টাকা করার জন্য রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। তিনি জানান, প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় রাজ্যের ২০ হাজার ছাত্রছাত্রীকে নেওয়া হবে।