Barak UpdatesBreaking News

পড়ুয়াদের বর্জ্য ব্যবস্থাপনা বোঝালেন ডিসি, শ্রীনিবাসন
Students explained system of garbage disposal by DC & Srinivashan

১৮ আগস্ট : শিলচরে এসএলআরএম প্রকল্প সম্পর্কে সচেতনতা জাগাতে গুরুচরণ কলেজ মিলনায়তনে এক কর্মসূচির আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন। জেলাশাসক লায়া মাদ্দুরি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কাছাড় জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন। তিনি বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ এসএলআরএম এবং ডাম্পিং গ্রাউন্ড সম্পর্কে কথা বলেন এবং কঠিন ও তরল রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন।

মাদ্দুরি তাঁর বক্তব্যে বলেন, বর্জ্যগুলিকে আয়ের সংস্থান হিসেবে গণ্য করা উচিত। জেলা প্রশাসন শিলচর শহরের বাণিজ্যিক অঞ্চলগুলিতে ফেলে দেওয়া এই বর্জ্য পদার্থগুলির অপসারণ ও পুনঃব্যবহারের জন্য একটি অভিযান শুরু করেছে। এই অভিযানের অঙ্গ হিসেবে এসএলআরএম প্রকল্পটি এখানে কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন সি শ্রীনিবাসন। এই প্রকল্পের লক্ষ্য হল এটিকে মানুষের মধ্যে সঞ্চারিত করা। জেলা প্রশাসন ও শিলচর পুরসভার যৌথ উদ্যোগে গঠিত হওয়া কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তিনি সবস্তরের মানুষের যেমন, শিক্ষক, চিকিৎসক, অধ্যাপক, ব্যবসায়ী ও শিলচরের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

পরে একটি স্লাইডশোয়ের মাধ্যমে উপস্থিত সবাইকে এসএলআরএম বিশেষজ্ঞ সি শ্রীনিবাসন বলেন, ময়লা-আবর্জনা আগের মিশ্রিত বর্জ্য সংগ্রহের পদ্ধতি এবং গৃহস্থালীর জিনিস সংগ্রহের বর্তমান পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। এর ব্যাখ্যা করে তিনি বলেন, এটিকে কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি উৎস হিসেবে রূপান্তরিত এবং ব্যবহার করা যেতে পারে। সহকারী কমিশনার অবিলাশ বার্নওয়াল, সহকারী কমিশনার মারিয়া তানিম, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব এই কর্মসূচিতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker