Barak UpdatesBreaking News
বদরপুরে ছাত্র বিক্ষোভ ধর্ণা, মিছিলে কাঁপল রাজপথStudents agitation for fee relaxation at Badarpur
২৩ জুলাই : আজ বদরপুরে নবীনচন্দ্র কলেজের ছাত্র- ছাত্রীরা মুহুর্মুহু স্লোগানে একজোট হয়ে রাজপথে নেমে আসে। বেশ কয়েকদিন থেকেই সরকারের ফি মকুবের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন বরাকের প্রায় প্রতিটি জেলার কলেজ পড়ুয়ারা। তিন জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে “বরাক উপত্যকা ফি মুকুব দাবি ছাত্র সংগ্ৰাম কমিটি”।
এরই অঙ্গ হিসেবে আজ নবীনচন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গরীব ছাত্র-ছাত্রীদের দাবী নিয়ে বদরপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির মুখ্য উপদেষ্টা প্রোজ্বল দেব, উপদেষ্টা মন্ডলীর সুজিত পাল, সঞ্চিতা শুক্ল, আহ্বায়ক জয়দীপ দাস, মোঃ আতাব উদ্দিন এবং নবীনচন্দ্র কলেজের ছাত্র-ছাত্রী সহ বরাকের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরাও।
কলেজ গেট থেকে থেকে মিছিল বদরপুর পুলিশ পয়েন্ট হয়ে বদরপুর সার্কল অফিসে যায়। মুহুর্তে স্লোগান ও ধর্ণায় উত্তাল হয়ে ওঠে অফিস প্রাঙ্গণ। অফিস আধিকারিক সেখানে এলে তাঁর হাতে গরীব ছাত্র-ছাত্রীদের ফি মকুব দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন কমিটির কর্মকর্তারা।
এখানে উল্লেখযোগ্য যে গত কয়েকদিন থেকেই বরাক উপত্যকার ছাত্র-ছাত্রীরা এ নিয়ে প্রতিবাদ করেই চলেছে। নিজেদের দাবী আদায়ে সচেষ্ট ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রী সকাশেও নিজেদের দাবী পেশ করে। তবে এখন অবধি কাজের কাজ কিছুই হয়নি। তার হাতে তুলে দেওয়া কাগজখানা ‘ময় চাম’ বলে পকেটে পুরে রেখেই সেদিন আশ্বাসের ফুলঝুরি ছুটান তিনি। কিন্তু আজ এতদিন ধরে প্রতিবাদ করা হলেও এর নিটফল শূণ্য। ‘ফি মকুব দাবী সংগ্ৰাম কমিটি’র পক্ষে উপদেষ্টা প্রোজ্বল দেব জানান যে সরকার যদি এ দাবি পূরণে অসমর্থ হন তবে আগামী ২৬ শে জুলাই দিশপুর অভিযানের কার্যসূচিও তাঁরা হাতে রেখেছেন।।