NE UpdatesBarak UpdatesBreaking News

Stringent action will be taken against primary teachers & employees for participation in anti-CAA movement
নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে গেলে কড়া ব্যবস্থা, শিক্ষক-কর্মচারীদের বার্তা প্রাথমিক সঞ্চালকালয়ের

২৫ ডিসেম্বর : নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে অংশ নিলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। অসমের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় এক বিশেষ নির্দেশ জারি করে বলেছে, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে জড়িত থাকলে কর্মচারীদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় থেকে জারি করা এই নির্দেশে বলা হয়েছে, বর্তমানে বহুলভাবে প্রচারিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় যে সকল বিভাগীয় নিয়মিত বা ঠিকাভিত্তিক সরকারি কর্মচারী রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কার্যকলাপে জড়িত হয়ে অসম সেবা বিধি ১৯৬৪’র নিয়ম ভঙ্গের অভিযোগ এনে এই কর্মচারী তথা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা আধিকারিকদের নিজ নিজ জেলার অন্তর্গত খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক, সহকারী পরিদর্শক এবং উপ-পরিদর্শকদের নির্দেশ পাঠাতেও ওই আদেশে বলা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker