Barak UpdatesBreaking News

ধলাইর রাস্তায় দুর্ঘটনা, ঠাকুমা-নাতি গুরুতর জখম
Street accident at Dholai, old lady and her grandson severely injured

১ মেঃ গর্তভরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোয় দুইজন জখম হলেন। তাদের মধ্যে রয়েছে একটি ৮ মাসের শিশুও। বুধবার নাতিকে টিকা দেওয়ানোর জন্য বেরিয়েছিলেন ৫৬ বছরের অঞ্জলি সিনহা। ধলাই থানার কাকইপারের বাড়িতে ফেরার সময় দ্রুতগতিতে এসে একটি অটো তাদের পেছন থেকে ধাক্কা মারে। ঠাকুমা-নাতি দুজনই দূরে ছিটকে পড়েন।

অটোচালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা অঞ্জলিদেবী ও শিশু অভিষেককে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসে। অধ্যক্ষ বাবুল বেজবরুয়া জানিয়েছেন, এই সময়ে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। মাথায় বেশ চোট লেগেছে। তাই তাদের শিলঙের নেগ্রিমসে নিয়ে যাওয়া হচ্ছে।

এ দিকে, ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা রাস্তার দুরবস্থাকেই তাদের জখম হওয়ার জন্য দায়ী করেন। সবাই একযোগে দাবি করেন, এখনই রাস্তার কাজ শুরু করতে হবে। নইলে অবরোধ প্রত্যাহার করা হবে না। খবর পেয়ে সার্কল অফিসার দেবজ্যোতি গগৈ ও এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পিপি নাথ ধর্নাস্থলে যান। ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন তাঁরা। শেষে অবশ্য আশ্বাসেই রাস্তা অবরোধ প্রত্যাহৃত হয়।

পরে দেবজ্যোতি গগৈ জানান, অটোটি খুঁজে বের করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িমালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker