India & World UpdatesBreaking News

করোনা: চিকিৎসক-নার্সদের নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ
States directed to ensure safety & security of doctors, nurses

১১ এপ্রিল: ​করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে অবস্থান জানিয়ে দিল সরকার। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে  দুর্ব্যবহার ও হেনস্তার বিরুদ্ধে সুর চড়েছে সরকারি তরফে। শনিবার কোভিড-১৯  চিকিৎসা পরিষেবায় যুক্ত চিকিৎসক সহ  চিকিৎসা কর্মীদের হয়রানি ও হেনস্তা রোধে কড়া পদক্ষেপ দেখা গেল কেন্দ্রের।

Rananuj

এ দিন এক নির্দেশে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই  অনুযায়ী করোনা সংক্রান্ত রোগী থাকা হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, ভাইরাস সংক্রমণের বেশি আশঙ্কা  থাকা স্থান, বিশেষ করে এসব এলাকায় চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।  তাছাড়া, ​কোভিড-১৯  স্ক্রিনিং করার জন্য চিকিৎসক  ও কর্মীরা যেখানে  যাবেন সেখানেও যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, দেওয়া হয়েছে সে নির্দেশও।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকেই উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিক্যাল কর্মীরা। পরিষেবা দিতে গিয়ে দিন-রাতের ফারাক দেখছেন না তাঁরা। এরজন্য সচেতন নাগরিক তো আছেনই,  প্রধানমন্ত্রী  পর্যন্ত  তাঁদের প্রশংসায় পঞ্চমুখ। ২২ মার্চ জনতা কার্ফুর দিন  জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের ধন্যবাদ জানানোর জন্য দেশবাসীকে ৫ মিনিট করতালি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর এর বাস্তব প্রতিফলনও দেখেছে গোটা বিশ্ব।  অথচ, এতসবের পরও দেশের বিভিন্ন প্রান্তে এই মেডিক্যাল কর্মীদের হয়রানির খবর পাওয়া যাচ্ছে। এতে রীতিমতো নড়েচড়ে বসেছে সরকার। বিষয়টার দিকে গুরুত্ব দিয়েই  চিকিৎসক ও মেডিক্যাল কর্মীদের বাড়তি নিরাপত্তা নিয়ে ভাবা হয়েছে। আর তা সুনিশ্চিত করার জন্যই রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker