Barak Updates
বরাকের দুই সাংবাদিককে রাজ্য সরকারের পেনশন
State Government Pension awarded to two Journalists of Barak

বরাক উপত্যকার দুই সাংবাদিককে পেনশন দেওয়ার সি্দ্ধান্ত ঘোষণা করেছে অসম সরকার। তাঁরা হলেন, কাছাড় জেলার পরেশ দত্ত ও করিমগঞ্জ জেলার জ্যোতিরিন্দ্র লাল গোস্বামী। মোট ২০জনকে সাংবাদিককে সরকার পেনশনের জন্য বাছাই করেছে। তাঁরা মাসে ৮ হাজার টাকা করে পাবেন।
Assam government has decided to award state government pension to two journalists from Barak Valley.They are Paresh Dutta from Cachar and Jyotirindralal Goswami from Karimganj. A total of 20 journalists have been selected by the state government for this purpose. They will get a monthly pension of Rs.8000.