Barak UpdatesBreaking News
গ্রাহকদের ভরসা আদায়ে পরিকল্পনা নিচ্ছে স্টেট ব্যাঙ্কState Bank of India takes in hand many new schemes to win trust of customers
১৮ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের ভরসার জায়গা হতে চায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)।গোটা দেশজুড়ে এ নিয়ে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এগুলোর বাস্তব রূপায়ণ নিয়ে প্রত্যেক শাখা তৎপর রয়েছে। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে চাইছে এসবিআই। রবিবার ব্যাঙ্কের শিলচর রিজিওনাল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমন কথা জানালেন ডিজিএম জে কে ঠাকুর। ১৭ ও ১৮ আগস্ট এ ব্যাপারে আলোচনা সভা হয়ে গেছে বলেও জানান তিনি।
ডিজিএম ঠাকুর বলেন, ক্ষুদ্র, মাঝারি শিল্পের উন্নয়ন, পড়াশোনা, মুদ্রা ঋণ, কৃষি ঋণ সহ বিভিন্ন ক্ষেত্রে ঋণের ব্যবস্থা করিয়ে দিতে ব্যাঙ্ক থেকে পদক্ষেপ নেওয়া হবে। প্রবীণ থেকে শুরু করে কিশোর, যুবাদের এ ব্যাপারে সচেতন করতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়ে গেছে। এ দিকে, সমানভাবে সম্পদের বিতরণ নিয়েও গুরুত্ব আরোপ করা হয় সভায়। অন্যদের মধ্যে রিজিওনাল ম্যানেজার বিনয়ভূষণ দাস প্রমুখ ছিলেন বৈঠকে।