Barak UpdatesBreaking News

শিক্ষক দিবসে রাজ্য পুরস্কারের জন্য মনোনীত দেবাঞ্জন মুখার্জি
‘State Award’ to be conferred upon Debanjan Mukherjee on Teachers’ Day

নেতাজি বিদ্যাভবন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায় ৫৭-তম শিক্ষক দিবসে রাজ্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

Rananuj

বিদ্যালয় শিক্ষা বিভাগের সঞ্চালক ড. ফণীন্দ্র জিডুং দেবাঞ্জনবাবুকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারের এই মনোনয়নের কথা জানিয়েছেন। তিনি তাঁকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

On the occasion of 57th Teachers’ Day, the state government has nominated Debanjan Mukherjee from Cachar district who will be felicitated along with others in a central function of the Teachers’ Day 2018, which will be held at Guwahati.  Debanjan Mukherjee is the Headmaster of Netaji Vidya Bhawan Girls’ High School, Silchar.

Jidung, Director of Secondary Education of Assam in a letter addressed to Mr. Mukherjee congratulated him and also formally invited him on behalf of the government of Assam to be present during the occasion. The ‘State Awards’ will be given on September 5 at Srimanta Sankardev International Auditorium, Srimanta Sankardeva Kalakshetra, Guwahati. Illustrious teachers from different districts will be honoured on that day.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker