Barak UpdatesBreaking News

পঞ্চায়েত ভোটের জন্য কাছাড়ের ১৬৫৯টি কেন্দ্র প্রস্তুত
Stage set for Panchayat Election at Cachar with 1659 polling stations

৮ ডিসেম্বর : রাজ্যের ১০টি জেলার সঙ্গে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাও ৯ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পুরোপুরি প্রস্তুত। মোট ২৬টি জেলার মধ্যে ১৬টি জেলায় গত ৫ ডিসেম্বর প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েতে কাছাড় জেলায় ভোটগ্রহণ করা হবে মোট ১৬৫৯টি কেন্দ্রে। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শুক্রবার ৭৩৩টি বুথে ভোটকর্মীরা ব্যালট বাক্স ও অন্য সাজ সরঞ্জাম নিয়ে রওনা দেন। তবে বাকি থাকা ৯২৬টি ভোটগ্রহণ কেন্দ্রের কর্মীরা শনিবার রামনগরের আইএসবিটি ও আইএসটিটি থেকে রওনা হন।
Pic Credit:Eagle
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ৭৩৩টি  ভোটগ্রহণ কেন্দ্রের পথে যাত্রা করেন মোট ৩৭০০ জন ভোটকর্মী। তাদের সঙ্গে ছিলেন প্রায় হাজার খানেক নিরাপত্তা কর্মী। শনিবার ৯২৬ ভোটগ্রহণ কেন্দ্রের পথে রওনা দেন ৪৭০০ ভোটকর্মী। এ দিন প্রায় ১৩০০ নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে যান। কাছাড় জেলায় মোট ৯৬ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। রবিবার ভোট দেবেন জেলার ১০ লক্ষ ৫৪ হাজার ৫৫৪ জন ভোটদাতা।
Pic Credit:Eagle
রবিবার, ৯ ডিসেম্বর রাজ্যের যে ১০টি জেলায় ভোট নেওয়া হবে, তার মধ্যে রয়েছে নলবাড়ি, বরপেটা, বঙাইগাও, ধুবড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর, গোয়ালপাড়া, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং হোজাই। কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন বলেন, ভোট কেন্দ্রগুলোর দায়িত্বে সরাসরি কোনও আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিযুক্ত করা হয়নি। তবে যে কোনও প্রয়োজনে তাদের ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

December 8: Ten districts of Assam along with Cachar, Karimganj and Hailakandi is all set to go for Panchayat Election on 9 December. Out of the 26 districts of Assam, polling in 16 districts took place on 5 December. At Cachar alone, there are a total of 1659 polling stations. For smooth management, 733 poll parties started for equal number of polling stations with ballot boxes and other materials on Friday; whereas, the rest 926 polling teams left on Saturday from ISBT and ISTT located at Ramnagar.

Rananuj
Pic Credit:Eagle

A total of 3700 polling staff went on Friday to 733 different polling stations on Friday. Around 1000 police accompanied them. On Saturday, 4700 polling staff accompanied by around 1300 security staff went for the remaining 926 polling stations. A total of 96 sector officers have been deployed for the district of Cachar. Almost 10,54,554 voters would be exercising their franchise on Sunday.

Pic Credit:Eagle

The 10 districts where Panchayat Elections in the second phase will be held on 9 December are: Nalbari, Barpeta, Bongaigaon, Dhubri, South Salmara-Mankachar, Goalpara, Cachar, Hailakandi, Karimganj and Hojai. SP Cachar, Rakesh Roshan said, “We are not using any para military forces straight on in any of the polling areas but would be ready to move in fast as and when required.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker