CultureBreaking News

২০ সেপ্টেম্বর থেকে শিলচরে নাটক প্রদর্শনী
SSM organises 4-day Indo-Bangla drama festival from 20 September

১৫ সেপ্টেম্বর : সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ২০ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী ভারত-বাংলাদেশ নাট্যোৎসব শুরু হচ্ছে। বঙ্গভবনে এই নাটক ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধে ৫ট ৪৫ মিনিট থেকে নাটক শুরু হবে।

এ দিকে প্রথম দিন বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। এ দিন দুটো নাটক মঞ্চস্থ হবে। প্রথমটি ঢাকার নাট্যদল পদাতিক ও দ্বিতীয়টি শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। দ্বিতীয় দিনও নাটক করবে দুটি নাট্যদল, সিলেটের কথাকলি ও গুয়াহাটির সূর্য।

২২ সেপ্টেম্বর নাটক পরিবেশন করবে আগরতলার নাট্যভূমি ও সিলেটের থিয়েটার সিলেট। শেষের দিন তিনটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে, হাইলাকান্দির বিবর্তন থিয়েটার, পয়লাপুলের রেস থিয়েটার ও সিলেটের নান্দিক নাট্যদল। তবে এই নাটক দেখার জন্য দর্শকদের আমন্ত্রণপত্র অবশ্যই সংগ্রহ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker