India & World UpdatesAnalyticsBreaking News
প্রকাশ্য স্থানে থুথু ফেললে আইন অনুযায়ী শাস্তিSpitting in public place will invite punishment
১০ মার্চ : চিনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে গোটা বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এ দেশেও প্রায় প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। তেলেঙ্গানাও মারাত্মকভাবে এখন এই রোগের কবলেও। বৃহস্পতিবার সারা দিনে নতুন করে ১৮ জন এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন একজনের মারা যাওয়ার খবরও এসেছে।
করোনার ভয়াবহতার দিকে লক্ষ্য রেখে তেলেঙ্গানার প্রধান শহর হায়দরাবাদে প্রকাশ্য স্থানে থুথু ফেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার এক ট্যুইট বার্তায় বলেছেন, সংক্রামক কোভিড ১৯-এর দিকে লক্ষ্য রেখে সর্বজনীন স্থানে থুথু ফেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ কেউ উল্লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় শাস্তি প্রদান করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত তেলেঙ্গানায় ৪৭১ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২ জন প্রাণ হারিয়েছেন।