NE UpdatesBarak UpdatesBreaking News

রাজ্যের ডিটেনশন ক্যাম্পগুলো পরিদর্শনে স্পেশাল রিভিউ কমিটি
Special Review Committee formed to inspect the Detention Centers of Assam

২৩ নভেম্বর : বিচার বিভাগীয় ও পুলিশের লোকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি শুক্রবার গোয়ালপাড়া জেলা কারাগারে থাকা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে। রাজ্য সরকারের গঠন করা এই স্প্যাশাল রিভিউ কমিটি (এসআরসি) এই পরিদর্শনের সময় ডিটেনশন ক্যাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন। এই ক্যাম্পটিতে এখন ২০২ জন বন্দি রয়েছেন।

Rananuj

রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্পে বন্দিদের আইনি সাহায্য কীভাবে দেওয়া যেতে পারে, তাদের স্বাস্থ্যজনিত সমস্যা, খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যসম্মত জীবন কাটানোর জন্য পরিবেশ ইত্যাদি পর্যালোচনা করে সরকারকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই কমিটিকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। তাছাড়া বন্দি থাকা শিশুদের শিক্ষার ব্যাপারেও এই কমিটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে এই উচ্চ পর্যায়ের কমিটি তেজপুর ও কোকরাঝাড়ের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে। গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের পর এই কমিটি শিলচর, ডিব্রুগড় ও যোরহাটের ডিটেনশন ক্যাম্পে যাবে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সীমান্ত শাখার উপ মহাপরিদর্শক দেবজ্যোতি মুখার্জি। কমিটির অন্য সদস্যরা হলেন কারাগারগুলোর মহাপরিদর্শক বর্ণালী শর্মা, অবসরপ্রাপ্ত জেলা খণ্ড বিচারপতি হরদীপ সিং এবং ডিটেনশন ক্যাম্প থাকা ৬টি জেলার জেলাশাসকদের মনোনীত একজন প্রতিনিধি।

প্রসঙ্গত, আসামে বর্তমানে ৬টি ডিটেনশন ক্যাম্প রয়েছে। এগুলোতে বছর বন্দি থাকা লোকদের দুর্দশার ব্যাপারে বিভিন্ন মানবতাবাদী সংগঠন ও ব্যক্তি আপত্তি তুলেছে। বন্দিদের স্বাস্থ্যের অবনতি এবং এতে থাকা বেশ কয়েকজনের মৃত্যু রাজ্য তথা দেশের মানুষকে গভীর চিন্তার মধ্যে দাঁড় করিয়েছে। সাম্প্রতিককালে ডিটেনশন ক্যাম্পে দুজন বন্দির মৃত্যু হওয়ার পর তাদের পরিবারের পক্ষ থেকে মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করলে অস্বস্তিকর অবস্থার মুখে পড়ে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker