SportsBreaking News
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলিSourav Ganguly becomes the President of BCCI
১৩ অক্টোবরঃ ক্রিকেট প্রশাসক হিসেবে জীবনের সব চেয়ে বড় ‘ম্যাচ’ শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় নতুন প্রেসিডেন্টের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ২৩ অক্টোবর তাতে সিলমোহর পড়বে।
সৌরভের সঙ্গে সভাপতি পদে চর্চায় ছিল ব্রিজেশ প্যাটেলের নামও। একসময় ব্রিজেশের নাম চূড়ান্ত হয়ে যাচ্ছিল। উপস্থিত সদস্যদের গরিষ্ঠ অংশ আপত্তি তোলেন যে, ব্রিজেশের চেয়ে সৌরভ অনেক যোগ্য প্রার্থী। অনেক বেশি ক্রিকেট খেলেছেন৷ এ ছাড়া, এই দুজনের মধ্যে কোনও তুলনা চলে না। প্রশাসক হিসেবেও সৌরভ পাঁচ বছর সিএবি-র দায়িত্ব সামলেছেন। শেষে সৌরভকেই বেছে নেওয়া হয়। জগমোহন ডালমিয়ার পরে তিনিই বাংলা থেকে ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা হতে যাচ্ছেন। সচিব অমিত শাহের ছেলে জয় শাহ৷
সোমবার তারা দুজনই মনোনয়ন পত্র পেশ করেন৷ এ অবশ্য শুধুই আনুষ্ঠানিকতা৷ অন্তত সভাপতি, সম্পাদক পদে আর কেউ দাঁড়াবেন না, তা-ই চূড়ান্ত হয় নৈশ বৈঠকে৷
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারের শর্তেই ক্রিকেটের মহারাজাকে বিসিসিআইর সভাপতি পদে বসানো হয়েছে, এমনই চর্চা ক্রীড়া ও রাজনৈতিক মহলে৷ সৌরভ অবশ্য সে কথা মানতে উড়িয়ে দিয়েছেন৷